যখন জন্ম নিল তখন নাম ছিল একটা, আর এখন দিনে দিনে নাম পরিবর্তন করেই যাচ্ছে।
১. আহলে হাদীস: এই নামে চালাইল বহু বছর। সহিহ-র মোড়কে মূলত হাদীস অস্বীকারকারী একটি ভ্রান্ত ফেরকা। তাদের ধারণা হয়তো এমন ছিল। আহলে হাদীস আর আহলুল হাদীসের যে পার্থক্য আছে তা জনগণ ধরতে পারবেনা। আমার বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের এই নামের ভাওতাবাজীর গোমর ফাস করে নাই শুধু স্বজাতির উপর থুতু নিক্ষেপ করা হবে ভেবে।
৩. লা-মাজহাবী: মানে কোন মাজহাব মানেনা। লা-মাজহাবী জিকিরে চলল কিছু বছর। তারপর যখন লা-মাজহাব বলে কিছু নেই গোমর ফাস হলো যে মাজহাব মানেনাও সেও একটি মাজহবা মানে। তখন আবার নাম বদলাইল।
৪. শাফেয়ী মাজহাবের সাথে মিল আছে যদিও আমরা মাজহাব মানিনা। শাফেয়ী মাজহাবের সাথে মিল আছে যদিও আমরা মাজহাব মানিনা। শাফেয়ী মাজহাবের সাথে মিল আছে যদিও আমরা মাজহাব মানিনা। এখন এই স্লোগানে বলা হচ্ছে যে আমরা তো শাফেয়ী মাজহাবের বিরোধিতা করিনা। দেখুন বাটপারি, যখন ধরা পড়ল যে লা-মাজহাবী হয়ে শাফেয়ী মাজহারেব সাথে মিলে যাচ্ছে তখন বোল পাল্টাইল।
৫. সালাফি: সৌদি আরবের সালাফি মুভমেন্টের সাথে মিল রেখে এই বছর সম্মেলন করল। নতুন নামের আকিকা দিয়েছিল কিনা জানা নেই।
৬. এখন আবার জিকির উঠাচ্ছে একমাত্র তারাই জান্নাতী।নিজেদের আহলুল হাদীস বলে পরিচয় দেয়। আপনারা সবাই জানেন যে আহলুল হাদীস আর কথিত আহলে হাদীস/লা-মাজহাবী/সালাফি/শাফেয়ী মাজহারেব সাথে মিলে বলুয়াদের সাথে আকাশ-পাতাল পার্থক্য।
৭. এখন আবার নিজেদের নাম কোরআনে আছে সেই দাবীও করে !!!!!!!
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!