☞ একটা মেয়ে বিয়ের সময় পিতৃভূমি ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে তোমার জন্য?
☞ বিয়ের পর নিজের নামের শেষে তোমার নাম যোগ করে সেটাও তোমার জন্য?
☞ তোমার সাথে শশুর বাড়িতে আসে, তোমার সাথে সংসার শুরু করে?
☞ তোমার জন্যই সে প্রেগন্যান্ট হয়.. প্রেগন্যান্সি তার শরীর পরিবর্তন করে এবং তার আরাম হারাম করে দেয় সেটাও তোমার জন্য?
☞ বাচ্চা জন্ম দেওয়ার সময় অসহনীয় যন্ত্রণা সহ্য করে মৃত্যুর ঝুঁকি নিয়েও,তোমার জন্য?
☞ এমনকি সে যেই বাচ্চা জন্ম দেয় সেও তোমার নাম বহন করে.?
☞ সে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সব কাজ করে, রান্না করে, তোমার ঘর পরিষ্কার করে, তোমার মা বাবার সেবা করে, বাচ্চাদের যত্ন নেয়, বিপদের সময় তোমাকে সাহস দেয়, তোমার মন চিন্তামুক্ত রাখে, পরিবারের সবকিছু দেখাশোনা করে..সবিই তোমার জন্য?
☞ তার শখ আহ্লাদ শরীর স্বাস্থ্য সবকিছুর কথা ভুলে গিয়ে শুধু তোমার জন্যই নিজেকে নিয়োজিত রাখে, সুতরাং ঐ মেয়েটা কি একটুও প্রশংসা পাওয়ার যোগ্য নয়! যে মেয়ে এতোটা ত্যাগ স্বীকার করে তার সাথে মধুর ব্যবহার করা আমাদের উচিত নয় কী? তাই সবসময় তোমার স্ত্রী কিংবা প্রিয়তমার সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করিও.. তার সবকিছুতে সবসময় Appreciate করিও..তাকে নিয়ে সবসময় গর্ববোধ করিও..তোমার মা-বোন, নানী- দাদীর দিকে একবার তাকাও দেখবে নারীজাতি কতো মূল্যবান! কতো সম্মানিত!!
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!