কাজী সাহেবের নিজের কানকে বিশ্বাস হচ্ছে না।বিয়ে পড়াচ্ছেন আজ ১৪ বছর ধরে- এমন অদ্ভুত কথা কখনো শোনেন নাই। দেনমোহর মাত্র ১০ টাকা? কনে পক্ষের মুরুব্বিদের মুখে কথা নেই। ছেলে পক্ষের মুরুব্বিরা অবাক! এটা হয় নাকি? উভয় পক্ষ বরের ওপর চরম বিরক্ত । নানাভাবে তাকে বুঝানোর চেষ্টা চলছে। হট্টগোল দেখে বিয়ের মঞ্চ থেকে নেমে এলো কনে। এক মুরুব্বি এগিয়ে গেলেন মেয়ের কাছে-
-মা, ছেলে বলছে দেনমোহর ১০ টাকা।
-জানি, এটা আমারই ডিসিশান।
-কি বলছো তুমি? ১০ টাকায় বিয়ে দেবো? আমাদের মেয়ে কি এত শস্তা?
-তোমরা কি আমাকে বিয়ে দিচ্ছো, না বিক্রি করছো?
-বিক্রি হবে কেন?
-তাহলে শস্তা-দামীর কথা উঠলো কেনো? আচ্ছা বল, আমার দাম কত? ঠিক কত টাকা হলে তোমাদের মনে হয় আমাকে দিয়ে দেয়া যায়?
-তোমার দাম আবার কি? মানুষের কোন দাম ঠিক করা যায় নাকি? মানুষ অমূল্য।
-মানুষ অমূল্য বলেই আমরা কোন দাম ঠিক করিনি। একটা প্রতীকী দেনমোহর ধার্য করেছি।
-দেনমোহর একটা সিকিউরিটি মানি।
তোমার সিকিউরিটির চিন্তা আমরা করবো না?
-আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, এখন ভালো চাকরি করছি। আমার সিকিউরিটি হাসবেন্ডের কাছ থেকে নিতে হবে কেন? আমি নিজের খরচ নিজেই চালাতে পারবো ইনশাআল্লাহ্।
-কিন্তু ইসলামী শরীয়া?
-শোন, তোমরা এখন একটা বড় অ্যামাউন্ট ঠিক করলে কি হবে? ও কি সেটা এখন দিতে পারবে? ওর পুরো সেভিংস বিয়েতে খরচ হয়ে গেছে। আর ও কখনই ওর বাবার কাছ থেকে টাকা নেবে না। তাহলে? ইসলামী শরীয়া বলে সংসার শুরুর আগেই
দেনমোহর শোধ করতে। বাংলাদেশের কতজন মেয়ে দেনমোহরের টাকা পায়? গহনা বাবদ কিছু উসুল দেখায় যেই গহনা আসলে গিফট দেবার কথা। আর বাকিটা কাগজে কলমেই থেকে যায়। এই হিপোক্রেসির কি দরকার?
-পরে যদি কিছু হয়?
-ডিভোর্সের কথা বলছো? আমি বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবি না।হাসবেন্ড আমাকে পছন্দ করছে না কিন্তু বড় দেনমোহরের ভয়ে ডিভোর্স ও দিচ্ছে না- এই দয়ার লাইফ আমি চাই না। যদি কখনো আমাদের মাঝে দূরত্ব আসে আমি স্বেচ্ছায় ওকে ছেড়ে দিবো। যে মানুষটাকেই আমি পেলাম না, তার টাকা নিয়ে বাকি জীবন চালাবো- এতটা খারাপ অবস্থা আমার আসে নাই। আমার একটা আত্মসম্মান আছে।অতঃপর ১০ টাকা দেনমোহরে আজ থেকে ঠিক একবছর আগে অরুণ এবং মিশুর বিয়ে হয়ে গেলো। দেনমোহর কম হলেও ভালোবাসার কমতি কিন্তু কখনও হয়নি। আলহামদুলিল্লাহ্।
Monday, July 17, 2017
সম্পর্কিত আরও পড়ুন
স্বামীর পক্ষ থেকে ৪২টি কারণ জানা থাকলে কোন দিন সংসারে অশান্তি হয় না বিয়ে করার মাধ্যমে আপনি একজন মহিলার স্বামী হয়েছেন ৷ আপনি যাকে বিয়ের মাধ্যমে শ্রী বানাতে যাচ্ছেন,
দাম্পত্য জীবনে ব্যর্থ হয় যে নারীকুললিখেছেন: প্রফেসর
দাম্পত্য জীবনে ভালবাসা বৃদ্ধির কয়েকটি সহজ উপায়:দাম্পত্য জীবন মূলত: স্বামী ও স্ত্রীর পারস্পপারিক ভালবাসা, দয়া-মমতা, আস্থা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠি
একজন নেককার স্ত্রী, তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ।তবে একজন স্ত্রী ö
স্ত্রীদের প্রতি দয়া ও কোমলতা প্রদর্শন করুণ এবং হিংস্রতা থেকে দূরে থাকুন!✍ স্ত্রীদের সাথে
বিবাহের সময় কাবিনের প্রয়োজনীয়তামুসলিম পারিবারি
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!