Wednesday, June 28, 2017

লা মাযহাবি আহলে হাদিস থেকেই বেশি লোক সন্ত্রাসবাদে যুক্ত হয়

প্রথমে ধর্মীয় মাসয়ালা নিয়ে ওলামায়ে কেরামকে গালাগাল থেকে শুরু করে এই আহলে হাদিস  সাধারণ মুসলমানদের মুশরিক পর্যন্ত বলতে এরা দিধা করে না।  মোবাইলে আহলে হাদিস আলেমদের ওয়াজ শুনে এবং এদের সন্ত্রাসবাদে উসকানি মুলক বক্তব্য শুনে লা মাযহাবি/আহলে হাদিসের লোকেরা সন্ত্রাসবাদে যুক্ত হয়ে পড়ে। এরা বলে শুধুমাত্র আহলে হাদিস আলেমরাই সঠিক আর মাযহাবিরা মুশরিক। এরা বই ও লেকচার শুনে বলে ঐ মুফতির নামায হয় না, ঐ শায়খুল হাদিসের নামায হয় না ইত্যাদি। কি যুক্তি, যে ১৪-১৫ বছর মাদরাসায় লেখাপড়া করল তার নামায হয় না আর জাকির, মতি কাজ্জাবের বক্তব্য শুনে এরা আলেমদের থেকেও মনে হয় জ্ঞানী হয়ে গেছে! এই লা মাযহাবি/আহলে হাদিস থেকেই জেএমবি,আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের উৎপত্তি। আহলে হাদিস/লা মাযহাবি দলের লোকেরা বেশেরভাগই উগ্র মতাদর্শী হয়ে থাকে। হলি আর্টিজানে হামলাকারীদের বেশিনভাগই মনে হয় জাকির নায়েকের লা মাযহাবি/আহলে হাদিস সম্প্রদায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। খবরে দেখছিলাম তাদের একজন জাকির নায়েকের ভক্ত ছিল, আরেকজন মসজিদের মুসল্লিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়াত, যা লা মাযহাবি/আহলে হাদিস সম্প্রদায়ের স্বভাব। এই লা মাযহাবিরাই বিভিন্ন সময় মুসল্লিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে। তাই লা মাযহাবি/আহলে হাদিস/জেএমবি  থেকে সকল মুসলমানকে সাবধান থাকতে হবে।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!