প্রথমে ধর্মীয় মাসয়ালা নিয়ে ওলামায়ে কেরামকে গালাগাল থেকে শুরু করে এই আহলে হাদিস সাধারণ মুসলমানদের মুশরিক পর্যন্ত বলতে এরা দিধা করে না। মোবাইলে আহলে হাদিস আলেমদের ওয়াজ শুনে এবং এদের সন্ত্রাসবাদে উসকানি মুলক বক্তব্য শুনে লা মাযহাবি/আহলে হাদিসের লোকেরা সন্ত্রাসবাদে যুক্ত হয়ে পড়ে। এরা বলে শুধুমাত্র আহলে হাদিস আলেমরাই সঠিক আর মাযহাবিরা মুশরিক। এরা বই ও লেকচার শুনে বলে ঐ মুফতির নামায হয় না, ঐ শায়খুল হাদিসের নামায হয় না ইত্যাদি। কি যুক্তি, যে ১৪-১৫ বছর মাদরাসায় লেখাপড়া করল তার নামায হয় না আর জাকির, মতি কাজ্জাবের বক্তব্য শুনে এরা আলেমদের থেকেও মনে হয় জ্ঞানী হয়ে গেছে! এই লা মাযহাবি/আহলে হাদিস থেকেই জেএমবি,আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের উৎপত্তি। আহলে হাদিস/লা মাযহাবি দলের লোকেরা বেশেরভাগই উগ্র মতাদর্শী হয়ে থাকে। হলি আর্টিজানে হামলাকারীদের বেশিনভাগই মনে হয় জাকির নায়েকের লা মাযহাবি/আহলে হাদিস সম্প্রদায় দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। খবরে দেখছিলাম তাদের একজন জাকির নায়েকের ভক্ত ছিল, আরেকজন মসজিদের মুসল্লিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়াত, যা লা মাযহাবি/আহলে হাদিস সম্প্রদায়ের স্বভাব। এই লা মাযহাবিরাই বিভিন্ন সময় মুসল্লিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে। তাই লা মাযহাবি/আহলে হাদিস/জেএমবি থেকে সকল মুসলমানকে সাবধান থাকতে হবে।
Wednesday, June 28, 2017
সম্পর্কিত আরও পড়ুন
আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের পীরের দুই ছেলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছেফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলের পীরের দুই ছেলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে।গত কয়েক বছর ধ
বর্তমান কিছু বিষয়ে যারা উস্কানিমূলক বক্তব্য হিসেবে উপস্থাপন করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথাআল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব দামাত বারকাতুহুম,আল্লামা মামুনুল হক, এবং হাফিজুর রহমান সিদ্দীক আম
এত সমালোচনা কিসের? ওলিপুরী-হাফিজুর রহমান সিদ্দিকীওলিপুরী সাহেব যে আলোচনা করেছেন তা যথার্থই বলেছেন। তবে এ কথা কিছুসংখ্যক মানুষের গায়ে লেগেছে। এজন্য স
দিল্লির তাবলিগ জামাতে যোগ দেওয়া আরও দুইজনের মৃত্যুআন্তর্জাতিক ডেস্কঃ নিজামুদ্দিনের মারকাজে যোগ দেওয়া তাবলিগ জামাতের আরও দুইজন করোনায় মারা গেছেন বলে জ
মিজানুর রহমান আযহারী সাহেব কে নিয়ে মুফতি হাবিবুর রহমান মিছবাহ হুজুরের চমৎকার বাণি...ইয়া আল্লাহ! কেয়ামত এত সন্নিকটে!লীগ বিএনপি জামাত এমনকি আটরশি মাইজভান্ডারী সমর্থক অনেক ভাইদের সঙ্গে আ
প্রতিটি ছাত্রই একজন মেধাবী সম্পদ- মাওলানা মুহাম্মাদ মামুনুল হকমাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন,প্রতিটি ছাত্রই একেকজন মেধাবী সম্পদ, কোন ছাত্রই অমেধাবী নয় আল্লা
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!