Saturday, August 11, 2018

কোন নাম্বারিং ছাড়া চরমোনাইকে হক মনে করি।

প্লিজ আর ইনবক্স নয়, ম্যানশন নয়। পাগল হয়ে যাবো!
#মাওলানা_হাসান_জামিল
সোজা-সাপ্টা কিছু উত্তর শুনুন।

*কোন নাম্বারিং ছাড়া চরমোনাইকে হক মনে করি।

* আমি ঢালকানগরের হযরত আব্দুল মতীন বিন হোসাইন হাফি.-র খলীফা।

* কারো বক্তব্যে ভিন্নমত থাকলে যৌক্তিক আলোচনা করি। এমনভাবে সমালোচনা না করি যেন মূল জামাতের সমালোচনা হয়। ভুলে গেলে চলবে না বাংলাদেশের লাখো-কোটি মানুষ তাবলীগ জামাআত আর চরমোনাইয়ের মাধ্যমে দ্বীন পেয়েছে, নামাজ ধরেছে, কবরপূজা ছেড়েছে।

*নির্দিষ্ট কোন আমল নিয়ে খটকা থাকলে শরঈ পর্যালোচনা হতে পারে।

*গ্রহণযোগ্য কোন ব্যক্তির বক্তব্যে ধুম্রজাল সৃষ্টি হলে আগে তার বক্তব্য শোনা উচিত, সে পর্যন্ত অপেক্ষা করি।
বড়রাই তখন সমাধা দেবেন; প্রয়োজনে ব্যবস্থা নেবেন।

*প্রায় সকল মত পথের কিছু মাইনাস পয়েন্ট থাকে, সেগুলোকে পূঁজি করে মূল মিশনকে দূরে না ঠেলি। ভালোটাই যখন বেশি, সমস্যাগুলোর পর্যালোচনা হোক। এভাবে বাছতে থাকলে কম্বলে পশম থাকবে না।

*উম্মাহ আজ বিপর্যস্ত, শাখা-প্রশাখার ইখতিলাফগুলোর দিকে না তাকিয়ে তাওহীদের ছায়ায় আসুন একতাবদ্ধ হই।
রোহিঙ্গা মজলুমরা একতাবদ্ধ হয়েছে, তবে মুহাজির হয়ে, খোলা আকাশের নীচে!
বঙ্গোপসাগরে একতাবদ্ধ হবার আগে স্থলেই হই; নচেৎ সাগরই আমাদের এক করবে।
মা'আযাল্লাহ।।

সংকলন, ফেসবুক


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!