অামরা জামাত শিবিরের দায়িত্বশীলদেরকে বলব অাপনারা শিবিরের কর্মীদের থামান, অাপনারা বলে থাকেন জামাতের কেন্দ্রীয় কোন নেতা অাল্লামা অাহমদ শফী সাহেব ও কাওমী মাদ্রাসাকে নিয়ে কোন অশালীন বা কটুক্তি মন্তব্য করেন না ৷
কিন্তু অামরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের শত শত অাইডি থেকে দেশের সর্বজন শ্রদ্বেয় অালেম অাল্লামা অাহমদ শফী সাহেব ও কাওমী মাদ্রাসাকে নিয়ে অশ্লীল ও নোংরা ভাষায় যতরকমের গালীগালাজ অাছে অবিরাম করে যাচ্ছে ৷
তাহলে অামরা কী ধরে নেব অাপনারা অঘোষিত ভাবে শিবিরের কর্মীদের ওলামায়ে দেওবন্দীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন ৷ অাপনারা অাপনাদের কর্মীদের না থামাইলে, অামরা ওলামায়ে দেওবন্দের হাজার হাজার কলম সৈনিকরা তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ৷ অাপনারা দাবি করে থাকেন ছাত্র শিবিরের ছেলেরা সবচেয়ে বেশী শিক্ষিত ভদ্র ও মার্জিত,কিন্তু এখন অাচার অাচরণে দেখতে পাচ্ছি তার বিপরীত ৷
এভাবে দেশের হক্কানী অালেম ওলামাদের বিরুদ্ধচারন করে নাস্তিকদের সুরে সুর মিলিয়ে অাপনারা কাদের খুশি করতে চাচ্ছেন ৷
মনে রাখবেন অাল্লামা অাহমদ শফী হাফিযাহুল্লাহ ও কওমী মাদ্রাসার বিরুধিতা করে নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ৷ জামাত শিবিরের জন্য তা'কখনো ভাল ফল বয়ে অানবে না,
ক্ষতি ই বেশি হবে।
Saturday, October 6, 2018
সম্পর্কিত আরও পড়ুন
আকীদা এবং আমল প্রসঙ্গ: ভাইরাস সংক্রমন | আল্লামা মামুনুল হককরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে গৃহিত সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে অবহেলা করার সুযোগ মোটেই নেই
ইসলাম ও দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হোন : আল্লামা জুনায়েদ বাবুনগরীইসলাম ও দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়া সময়ের অপরিহার্য দাবী বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশে
এত সমালোচনা কিসের? ওলিপুরী-হাফিজুর রহমান সিদ্দিকীওলিপুরী সাহেব যে আলোচনা করেছেন তা যথার্থই বলেছেন। তবে এ কথা কিছুসংখ্যক মানুষের গায়ে লেগেছে। এজন্য স
করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্বপ্নযোগে রাসূল সা. তিনটি আমল শিখিয়ে দিয়েছেন।শায়খুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানী হাফিযাহুল্লাহ্ এক ভিডিও বার্তায় বলেন,“তাবলীগ জামাতের সাথে সম
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় রেকর্ড ১ হাজার ৪৯ জনের মৃত্যু!করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যর্থ সারা বিশ্ব। ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে হি
হাটহাজারীতে অাল অামিন সংস্থার তাফসীরুল কোরঅান মাহফিল,,সিপ্লাস টিভির গাত্রদাহমাজার পুজারী পন্থী অনলাইন চ্যানেল সিপ্লাস টিভির অভিযোগ মাইকে ওয়াজ মাহফিলের কারনে নাকি শব্দদূষণ হচ্ছ
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!