অামরা জামাত শিবিরের দায়িত্বশীলদেরকে বলব অাপনারা শিবিরের কর্মীদের থামান, অাপনারা বলে থাকেন জামাতের কেন্দ্রীয় কোন নেতা অাল্লামা অাহমদ শফী সাহেব ও কাওমী মাদ্রাসাকে নিয়ে কোন অশালীন বা কটুক্তি মন্তব্য করেন না ৷
কিন্তু অামরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের শত শত অাইডি থেকে দেশের সর্বজন শ্রদ্বেয় অালেম অাল্লামা অাহমদ শফী সাহেব ও কাওমী মাদ্রাসাকে নিয়ে অশ্লীল ও নোংরা ভাষায় যতরকমের গালীগালাজ অাছে অবিরাম করে যাচ্ছে ৷
তাহলে অামরা কী ধরে নেব অাপনারা অঘোষিত ভাবে শিবিরের কর্মীদের ওলামায়ে দেওবন্দীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন ৷ অাপনারা অাপনাদের কর্মীদের না থামাইলে, অামরা ওলামায়ে দেওবন্দের হাজার হাজার কলম সৈনিকরা তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ৷ অাপনারা দাবি করে থাকেন ছাত্র শিবিরের ছেলেরা সবচেয়ে বেশী শিক্ষিত ভদ্র ও মার্জিত,কিন্তু এখন অাচার অাচরণে দেখতে পাচ্ছি তার বিপরীত ৷
এভাবে দেশের হক্কানী অালেম ওলামাদের বিরুদ্ধচারন করে নাস্তিকদের সুরে সুর মিলিয়ে অাপনারা কাদের খুশি করতে চাচ্ছেন ৷
মনে রাখবেন অাল্লামা অাহমদ শফী হাফিযাহুল্লাহ ও কওমী মাদ্রাসার বিরুধিতা করে নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ৷ জামাত শিবিরের জন্য তা'কখনো ভাল ফল বয়ে অানবে না,
ক্ষতি ই বেশি হবে।
Saturday, October 6, 2018
সম্পর্কিত আরও পড়ুন
জাতিসংঘের ৭৪তম জেনারেল অ্যাসেম্বলিতে ইমরান খানের ভাষণ১। রাসূল সা. আমাদের হৃদয়ে সমাসীন। যখন তাকে অবমাননা করা হয়, তখন আমাদের হৃদয়ে আঘাত লাগে। আর প্র
মোদীর বিপক্ষে: সফর বাতিলের ডাক দিয়ে বাংলাদেশে বিক্ষোভ ইসলামি দলগুলিরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। ঢাকা এয়ারপোর্টেই মোদীকে প্রতিহত
বর্তমান কিছু বিষয়ে যারা উস্কানিমূলক বক্তব্য হিসেবে উপস্থাপন করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথাআল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব দামাত বারকাতুহুম,আল্লামা মামুনুল হক, এবং হাফিজুর রহমান সিদ্দীক আম
হেলিকপ্টারে আল্লামা বাবুনগরীর সিরাজগঞ্জ ও গাইবান্ধায় মাহফিলের সফরহেলিকপ্টার যোগে সিরাজগঞ্জ গাইবান্ধায় সফর করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহ
নিখোঁজ হলেন আমাদের আরেক ভাই! সন্ধান চাই,মুক্তি চাইপ্রিয় আব্দুস সবুর খান (সুমন)। Ask Sumon। ইসলামিক অনলাইন এক্টিভিস্ট। জেনারেল শিক্ষিত। কিন্তু তাঁর কল
আমি আপনার পায়ে ধরি! এবার থেমে যাই,,, মুফতী লুৎফুর রহমান ফরায়জীআল্লাহর কসম। কসম রব্বে কা'বার। যদি বলেন, আপনার কাছে গিয়ে পা ধরে মাফ চাইলে, আমার চোখের পানিতে আপনার
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!