Saturday, October 6, 2018

"বাংলাদেশে" একটা ছেলে ফিজিক্যালি, সেক্সুয়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই। মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮, ছেলেদের ২১, কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য - ছেলেদের চাকরির বয়স সীমা ৩২, গ্র্যাজুয়েশন/পোষ্ট গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৫ - ২৭।

গড় আয়ু যদি ৬৫ হয়, তাহলে ৩২ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে, এর পর স্বাবলম্বী হয়ে, মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সেক্সুয়ালি এডাল্ট হইলো ১৭ তে, সে বিয়ে করলো আরো ১৫ বছর পর। এই ১৫ বছর সে কি করবে?

ব্রথেলে যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাতে দাত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কত টুকু পসিবল, বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে আবার রাস্তায় প্রেমিকাকে চুমু খাওয়া নিষিদ্ধ, খালি চুমু খাওয়া নিসিদ্ধ না, ছবি তোলাও নিষিদ্ধ, ছবি তুললে আপনি মাইর খাবেন, এমন কি জব যাবে।

একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য, যেহেতু আমরা জীব, পাথর না, আমাদের ফিজিক্যাল নিড আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন, যে কেউ অপেক্ষা করে?

অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে ।
পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে, সবই এই সমাজ জানে, এক্সেপ্ট করে, এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত । এসবই আমরা মেনে নিচ্ছি, শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান,
বা ইন্ডাস্ত্রিয়ালিস্ট এর জিবনী পড়েন,দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে, ৪০/৪৫/৫০ বছর বয়সে, আপনি কি তত দিন অপেক্ষা করবেন? মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতা রা সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন, খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না, সেটা হইলো বিয়ে । পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না । অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও ।
"বউ কে খাওয়াবি কি ? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাধা ।
বউ কি হাতি ? নাকি ঘোড়া? তার তোহ ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি , তাইনা?
বিসিএস দিয়ে ৩৩ বছর বয়সে, নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।

নিজের পায়ে ঠিক ঠাক দাড়াতে দাড়াতে , আসল জিনিস দাঁড়াবে তো ?
যদিও কথাটা শুনতে খারাপ শুনায়...
চিন্তা করে দেখেন তো
আমি ভুল বলছি কিনা?
(((কালেক্টেড ও এডিটেড)))  আর আমি বলতেছি সমাজে যদি সময় হলে সব হয়ে যেত তাহলে অনেক গুনাহ কমে যেত। আর অনেকে নিজেকে আল্লাহর দিকে ধাবিত করতো। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তাওফিক দান করুন আমিন।   (সংগৃহীত)


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!