একটি ছবি ঈমানকে নষ্ট করে দিতে পারে। যেমন, এ পোস্টে সংযু্ক্ত ছবির ব্যাপারে বলা হয়েছে--এ ছবির প্রেক্ষাপট নিয়ে কথা বলতে বললে,
ঈমানহীনগণ বলবেন করোনা ভাইরাস নিজস্ব শক্তিতে স্বয়ংক্রিয়ভাবে অন্যের মধ্যে সংক্রমণ করে, তাই করোনা ভাইরাসের ভয়ে একজন অপরজন থেকে এভাবে দূরে থাকতে হবে।
অথচ এরকম যদি কোন মুসলিম বিশ্বাস করেন,তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
পক্ষান্তরে এ ছবি দেখে ঈমানদারগণ বলবেন--আল্লাহর হুকুম ছাড়া কারো কোন রোগ হতে পারে না। তবে এভাবে এ জন্য দাঁড়াতে পারেন, যেন ঈমান সুরক্ষিত থাকে। যাতে কারো সংস্পর্শে গিয়ে করোনা ভাইরাস হলে মনে এ ধারণা জন্ম না নেয় যে, সেই রোগীর সংস্পর্শের দ্বারা তার নিজস্ব সংক্রমণ ক্ষমতার মাধ্যমে এ রোগ হয়েছে। কেননা, এমন ধারণা ঈমানের পরিপন্থী।
লেখক: মুফতি আবুল হাসান শামসাবাদী
ঈমানহীনগণ বলবেন করোনা ভাইরাস নিজস্ব শক্তিতে স্বয়ংক্রিয়ভাবে অন্যের মধ্যে সংক্রমণ করে, তাই করোনা ভাইরাসের ভয়ে একজন অপরজন থেকে এভাবে দূরে থাকতে হবে।
অথচ এরকম যদি কোন মুসলিম বিশ্বাস করেন,তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
পক্ষান্তরে এ ছবি দেখে ঈমানদারগণ বলবেন--আল্লাহর হুকুম ছাড়া কারো কোন রোগ হতে পারে না। তবে এভাবে এ জন্য দাঁড়াতে পারেন, যেন ঈমান সুরক্ষিত থাকে। যাতে কারো সংস্পর্শে গিয়ে করোনা ভাইরাস হলে মনে এ ধারণা জন্ম না নেয় যে, সেই রোগীর সংস্পর্শের দ্বারা তার নিজস্ব সংক্রমণ ক্ষমতার মাধ্যমে এ রোগ হয়েছে। কেননা, এমন ধারণা ঈমানের পরিপন্থী।
লেখক: মুফতি আবুল হাসান শামসাবাদী
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!