মানব সেবায় এক ঐতিহাসিক নাম গাজী ইয়াকুব।যখনই কোন ব্যক্তি,পরিবার বা সমাজ বিপদগ্রস্ত হয়,তখনই নিজের সাধ্যমত ছুটে যান এ আলেমে দ্বীন। রোহিঙ্গা ইস্যুতে যিনি নিজের জিবনকে উতসর্গ করেছিলেন। লক্ষ লক্ষ রোহিঙ্গা যাঁর সাহায্য পেয়েছিলেন চরম বিপদের মূহুর্তে। রোহিঙ্গা ইস্যুতে তাঁর নামটি লেখা থাকবে ইতিহাসের পাতায় পাতায়।
ডেঙ্গু ইস্যুতে তিনি ঢাকার অলিগলিতে ঘুরে ঘুরে ডেঙ্গু নিধনে কাজ করেছিলেন। যা সে সময়ে ছিলো চোখে পড়ার মত। মিরপুর বস্তি পুড়ে যাওয়ার ঘটনায় বস্তিবাসিদের একটু মাথাগোঁজার মত ব্যবস্থা করতে, দুমুঠো ভাত তাদের মুখে তুলে দিতে যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছিলেন তিনিই সেই আলেমে দ্বীন গাজী ইয়াকুব।
সম্প্রতি সময়ে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে হিফাযত করতে ঘুমকে হারাম করেছেন।
দৌড়ঝাঁপ করছেন করোনা থেকে দেশ ও সমাজের মানুষকে বাঁচাতে।
নিস্বার্থ এ মানবসেবী মানুষটি আজ যদি আলেম না হয়ে ভার্সিটি পড়ুয়া হতেন,তাহলে হয়তো তাঁর নামটি পত্রিকায় পত্রিকায় ছেয়ে যেতো। বাঙ্গালী জাতি হয়তো তাকে জাতীয় পুরস্কার দিয়ে ধন্য করতে ব্যাস্ত হয়ে পড়তো। কিন্তু আফসোস এ জাতির জন্য যারা সত্যিকারের মানবসেবীকে অবহেলা করেই চলেছে।
আমাদের সমাজের নেতৃত্বে এমন মানুষ গুলোই যদি আসতেন,তাহলে হয়তো দেশটা স্বর্ণে পরিনত হতো। কিন্তু আমরা তো বাঙ্গালী। সিটিগোল্ডকে আপন করে স্বর্ণকে ছেড়ে দিয়েছি।
তবে দোয়া করছি-
বড়ভাই! মানবসেবায় নিজেকে উতসর্গ করেছেন। আপনার এ ধারা অব্যাহত থাকুক। আপনি এ জগতে কিছু না পেলেও ওপারে বঞ্চিত হবেন না।রব আপনাকে ভুলে যাবেন না।ইনশাআল্লাহ।
আপনি আমার অহংকার।আমাদের গর্ব। কওমীর গর্ব।আপনার মত সন্তান প্রতিটি মা যেন জন্ম দেন। সে কামনা করি হরদম। জাযাকুমুল্লাহ।
মুফতি রিজওয়ান রফিকী ফেসবুক টাইমলাইন
ডেঙ্গু ইস্যুতে তিনি ঢাকার অলিগলিতে ঘুরে ঘুরে ডেঙ্গু নিধনে কাজ করেছিলেন। যা সে সময়ে ছিলো চোখে পড়ার মত। মিরপুর বস্তি পুড়ে যাওয়ার ঘটনায় বস্তিবাসিদের একটু মাথাগোঁজার মত ব্যবস্থা করতে, দুমুঠো ভাত তাদের মুখে তুলে দিতে যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছিলেন তিনিই সেই আলেমে দ্বীন গাজী ইয়াকুব।
সম্প্রতি সময়ে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে হিফাযত করতে ঘুমকে হারাম করেছেন।
দৌড়ঝাঁপ করছেন করোনা থেকে দেশ ও সমাজের মানুষকে বাঁচাতে।
নিস্বার্থ এ মানবসেবী মানুষটি আজ যদি আলেম না হয়ে ভার্সিটি পড়ুয়া হতেন,তাহলে হয়তো তাঁর নামটি পত্রিকায় পত্রিকায় ছেয়ে যেতো। বাঙ্গালী জাতি হয়তো তাকে জাতীয় পুরস্কার দিয়ে ধন্য করতে ব্যাস্ত হয়ে পড়তো। কিন্তু আফসোস এ জাতির জন্য যারা সত্যিকারের মানবসেবীকে অবহেলা করেই চলেছে।
আমাদের সমাজের নেতৃত্বে এমন মানুষ গুলোই যদি আসতেন,তাহলে হয়তো দেশটা স্বর্ণে পরিনত হতো। কিন্তু আমরা তো বাঙ্গালী। সিটিগোল্ডকে আপন করে স্বর্ণকে ছেড়ে দিয়েছি।
তবে দোয়া করছি-
বড়ভাই! মানবসেবায় নিজেকে উতসর্গ করেছেন। আপনার এ ধারা অব্যাহত থাকুক। আপনি এ জগতে কিছু না পেলেও ওপারে বঞ্চিত হবেন না।রব আপনাকে ভুলে যাবেন না।ইনশাআল্লাহ।
আপনি আমার অহংকার।আমাদের গর্ব। কওমীর গর্ব।আপনার মত সন্তান প্রতিটি মা যেন জন্ম দেন। সে কামনা করি হরদম। জাযাকুমুল্লাহ।
মুফতি রিজওয়ান রফিকী ফেসবুক টাইমলাইন
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!