Monday, March 30, 2020

তীয়করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে আল্লামা তাকি উসমানির বিশেষ আহ্বান


করোনা ভাইরাসে সৃষ্ট‌ উদ্ভূত পরিস্থিতিতে ধীরে ধীরে সবধরণের কাজই বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ‘দিন এনে দিন খায়’ এমন অসহায় মানুষগুলো চরম দুর্ভোগে পড়ছেন। পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে ঘর থেকে বের হলেও কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। তারা এখন করোনা ভাইরাসে নয় বরং অনাহারে মৃত্যুর শঙ্কায় ভুগছেন।
এই দিন মজুর অসহায় ভাইদের খুঁজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি। তিনি এক টুইটবার্তায় বিত্তশালীদের প্রতি এই আহ্বান জানান।

আল্লামা তাকি উসামানি লিখেছেন, “সামর্থ্যবান প্রত্যেকেই নিজের আশেপাশের ‘দিন এনে দিন খাওয়া’ মানুষদের খুঁজে বের করুন। তাদের নগদ অর্থ অথবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগিতা করুন। এটি সমাজের সবেচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করবে। এবং এটি উত্তম সদকা হিসেবেও গণ্য হবে। আর সদকা কোনো বিপদ ও মুসিবত দূর করার সবচেয়ে প্রভাবশালী মাধ্যম।”

আসুন, আমরা এই সংকটময় পরিস্থিতিতে প্রত্যেকেই নিজ জায়গা থেকে অভাবী মানুষদের পাশে দাঁড়াই। তাদের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের এই সহযোগিতা প্রভূত কল্যাণ বয়ে আনবে, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!