Monday, July 9, 2018

স্বামীর পক্ষ থেকে ৪২টি কারণ জানা থাকলে কোন দিন সংসারে অশান্তি হয় না

বিয়ে করার মাধ্যমে আপনি একজন মহিলার স্বামী হয়েছেন ৷ আপনি যাকে বিয়ের মাধ্যমে শ্রী বানাতে যাচ্ছেন, তিনি যেন একজন আল্পাহভীরু, গুণবর্তী ও কর্মদক্ষ মহিলা হন ৷ বিয়ের পর স্রীর প্রিয় স্বামী হবার চেষ্টা করুন ৷ স্বামীর পক্ষে থেকে কি কি বিষয় সর্তক থাকা দরকার তা নিম্নে পেশ 
করা হল 
১. আল্লাহ পাক আপনাকে একজন স্ত্রী দান করেছেন, সে জন্যে তার কাছে কৃতজ্ঞ থাকুন ৷ তার শোকর আদায় করুন৷ 
২. স্রীকে বুঝবার চেষ্টা করুন ৷ তার জ্ঞান-বুদ্ধি, মন-মানসিকতা স্বভাব-প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষক্রটি জেনে নিন; 
৩. তাকে আপনার মনের মতো করে গড়ে তুলবার পরিকল্পনা নিন ৷ 
৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা ও গুণাবলীকে বিকশিত করে তুলুন ৷ তাকে সর্বগুণে ফুলের মতো প্রক্ষুটিত করে তুলুন ৷ 
৫. তার মধ্যে যেসব ত্রুটি ও কমতি আছে, একজন সুচিকিৎসকের মতো সেগুলো নিরাময় করুন ৷ তিনি তো আপনারই খ্ৰী ৷ 
৬.তাকে আন্তরিকভাবে ভালবাসুন ৷ গভীরভাবে ভালবাসুন 
হাসিমুখে কথা বলুন ৷ খুশি মনে কথা বলুন ৷ 
৭.তাকে সাথে করে বেড়াতে যান ৷ 
৯.চমৎকার আচরণ করুন ৷ তার ভালো গুণাবলীর প্রশংসা করুন 
১০.তার কাছে ভরসাপুর্ণ, বিশ্বস্ত ও ব্যক্তিত্ববান হন।
১১.স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করুন ৷ 
১২.তার অবদানের স্বীকৃতি দিন | 
১৩.তার মানসিক ও জৈবিক দাবি পূরণ করুন ! 
১৪.কথা, কাজ এবং রাগ-অনুরাগে তার প্রতি ভালবাসা প্রকাশ করুন ৷ 
১৫.তার ছোটখাট ত্রুটিবিচ্যুতি উপেক্ষা করুন ৷ 
১৬.তার ভালো দিকগুলো বিবেচনা করে মন্দ দিকগুলো ভুলে থাকুন 
১৭.নিজেকে স্রীর কাছে পরিচ্ছন্ন রাখুন ৷ কোনো ব্যাপারে লুকোচুরি করবেন না৷ 
১৮.তার আবদার রক্ষা করুন৷ 
১৯.আপনার জন্যে কষ্ট করলে তাকে ধন্যবাদ জানান 
২০.আপনার উপকার করলে কৃতজ্ঞতা প্রকাশ করুন 
২১.তাকে বিশ্বাস করুন ৷ তার প্রতি আস্থা রাখুন 
২২.মাঝে মধ্যে তাকে উপহার দিন ! 
২৩.সাধ্যানুযায়ী তার খোরপোষের ব্যবস্থা করুন 
২৪.স্ত্রীর মন রক্ষা করুন ৷ 
২৫. নিজের দায়িত্ব ও সঙ্কট নিয়ে প্রয়োজন মতো স্ত্রীর সাথে আলোচনা করুন ৷ আপনার কর্ম ও ব্যস্ততা সম্পর্কে তাকে অবহিত করুন।
 ২৬.তাকে সবসময় কিছু হাত খরচ দিন ! 
২৭.সমঝোতার মাধ্যমে সংসার খরচের দায়িত্বও স্ত্রীকে দিতে পারেন।
২৮.স্ত্রীর উপার্জিত অর্থ তাকেই খরচ করতে দিন ! আপনি হস্তক্ষেপ করবেন না! 
২৯, স্ত্রীর অভিযোগ অসুবিধার প্রতি লক্ষ্য রাখুন এবং তা দূর করার চেষ্টা করুন ৷ তকে বলুন, আমি সত্যিই তোমার ভালো চাই ৷ 
৩০, স্রীর যে কোনো ভালো প্রস্তাবকে স্বাগত জানান 
৩১, স্রীর স্বাস্থের ব্যাপারে খোঁজ-খবর রাখুন ৷ অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করুন ! 
৩২, স্রীর কাছে কোনো ভুল করলে, তা স্বীকার করুন৷ অন্যায় করলে অনুতপ্ত হোন ৷ কষ্ট দেবার জন্য তাকে জ্বালাতন করবেন না৷
 ৩৩, স্রীকে বন্ধু বানিয়ে নিন ৷ তার সাথে বন্ধুর মতো হৃদ্যতা গড়ে তুলুন এবং বন্ধুর মতো আচরণ করুন! 
৩৪, তাকে ঘরে কর্তৃত্বের দায়িত্ব দিন ৷ 
৩৫, সন্তানদের ব্যাপারে তার সাথে পরামর্শ করে কাজ করুন! তাকে তোমার সন্তানদের সবার সেরা মানুষ বানাও | 
৩৬.কখনো অন্যের কাছে স্ত্রীর বদনাম করবেন না! 
৩৭.স্ত্রীর আত্মীয়-স্বজনদের সম্মান, শ্রদ্ধা করুন৷ 
৩৮.ঘরের কাজে স্রীকে সাধ্যমতো সাহায্য করুন 
৩৯.কখনো স্ত্রীর অধিকারে হস্তক্ষেপ করবেন না৷ 
৪০.সন্তানদের সামনে স্রীকে অপমানিত করবেন না 
৪১.স্ত্রীর মনের মতো হবার চেষ্টা করুন! 
৪২, স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি আপনাকে কেমন দেখতে আরো ভালো হবার জন্যে আপনার কি কি করা দরকার তা করুন ৷

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!