Sunday, January 27, 2019

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে ঈমান জাগানীয়া উর্দূ কাব্য

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে ঈমান জাগানীয়া উর্দূ কাব্য লিখেছেন
হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
       ( শায়েখের জন্য দোয়া কামনা)
দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ নিয়ে উর্দূ ভাষায় ঈমান জাগানীয়া তারানা (কাব্য) লিখেছেন সংগঠনের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
হেফাজতে ইসলাম সম্পর্কে লিখিত আল্লামা বাবুনগরীর উর্দূ কাব্যটিতে  কন্ঠ দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত  পাকিস্তানের জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত প্রথম সারীর সঙ্গীত সম্রাট, দেশ ও আন্তর্জাতিকভাবে এ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ কন্ঠস্বর হাফেজ হাবীবুল্লাহ আরমানী (Habibullah Armani)
গতকাল ২২ জানুয়ারী মঙ্গলবার ত্রৈমাসিক সাহিত্য সাময়িকি"প্রবচনের" সৌজন্যে আনুষ্ঠানিকভাবে কাব্যটি রিলিজ হয়েছে ৷ ইতোমধ্যে আল্লামা বাবুনগরীর লিখিত সময়ের সেরা কাব্যটি দেশ-বিদেশে হেফাজতপ্রেমিকদের মাঝে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে ৷
আল্লামা বাবুনগরী এশিয়ার একজন খ্যাতিমান হাদীস বিশারদ,লেখক,গবেষক ৷ বাংলার পাশাপাশি তিনি আরবী, ফার্সী ও উর্দূ ভাষার একজন প্রখ্যাত কবি ৷বিভিন্ন বিষয়ে তাঁর লিখিত উর্দূ কাব্য রয়েছে ৷
"জাওয়ানানে হেফাজতে ইসলাম সে "শিরোনামে সাহিত্যপূর্ণ উর্দূতে লেখা এক চল্লিশ লাইন বিশিষ্ট কবিতায় বিজ্ঞ কবি আল্লামা বাবুনগরী,হেফাজতে ইসলামের নওজোয়ানদের(যুব সমাজকে) সম্ভোধন করে নিজের ব্যথিত হৃদয় থেকে নিংড়ানো ঈমান জাগানীয়া অনেক মূল্যবান নসিহত পেশ করেছেন ৷
হেফাজতে ইসলামের  যুব সমাজের প্রতি ২০১৩  সালে হেফাজত আন্দোলনে শাহাদাতের অমীয় সুধা পানকারী শহীদদের   কি গয়গাম তা বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে আল্লামা বাবুনগরীর এ কাব্যে ৷
ইসলামের অন্যতম ফরজ বিধান "জিহাদ "৷জিহাদ সন্ত্রাস নয় বরং সন্ত্রাস দমনের মাধ্যম ৷ সে বিষয়টাও বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আল্লামা বাবুনগরীর উক্ত কাব্যে ৷
মোদ্দাকথা, দীর্ঘদিনের কাঙ্খিত, সময়ের সেরা ঈমানজাগানীয়া কাব্যটিতে ইসলামী আন্দোলন সমূহে সফলতার জন্য  মুসলিম উম্মাহর যুব সমাজের করণীয় ও কর্তব্যের রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরেছেন কারানির্যাতিত হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজা হুল্লাহ
ধন্যবাদ জানাই মাওলানা Singer Ashabuddin Alazad  সাহেব কে এর ধারা বিবরণী দেয়ার জন্য। সাথে আরো মোবারক বাদ জানাই Sadek Hossain Al-madina ভাইজান কে এর অডিও রেকর্ড করে দেয়ার জন্য।অনেক অনেক শুকরিয়া জানাই ভাই Kajee Hamdullah কে আন্তরিকতার সাথে এতো সুন্দর ভিডিও এডিট করার জন্য। পরিশেষে এর সাথে সংযুক্ত সকল কে জানাই জাযাকুমুল্লাহ। বিশেষ করে প্রিয় Hm Zunaid কে
(গত দুইদিন শায়েখ অসুস্থ থাকায় শায়েখ কে নিয়েই ব্যস্ত ছিলাম তাই আপনাদের নিকট পৌঁছাতে পারিনি তাই আজকে দিলাম)
  

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!