Thursday, June 7, 2018

হযরত আয়েশা ও আবুবকর রাযি.-এর প্রতি সতর্কবাণী

একবর হংরত স্হল্লছু ওয়াসাল্লামের শ্রী হযরত আয়েশা
বহি, এবং তর স্ত হযরত আবুবকর রাযি, এই দু'জনে কোন নির্জন
স্থানে বজে কেন বিষয়ে প্রমর্শ করছিলেন ৷ হযুর আকরাম সাল্লাল্লাহু
ভল্গইহ ওয়াস্লুলল সেখানে পৌঁছে দেখলেন, তাদের মধ্যে একটি শয়তান
বস রয়েছে অর্ "i quits am datas, সাবধান! কখনও
এরুপ নির্জন স্থানে বসবেন না কারণ, আপনাদেরকে ধোকা দেয়ার জন্যে
একট টর শয়তন আপনাদের মাঝখানে বসেছিল ৷ তা আমি দেখেছি:
এভাব যে কোন গরৱালা জায়গায় একজন পুরুষ ও একজন স্রীলোক

একত্রিত হলে সেখানে তৃতীয় ব্যক্তি হয় শয়তান ৷ আমি যা দেখি তা
আপনারা দেখেন না ৷
অতএব সাবধান! হে ঈমানদার ভগ্নিগণ! শত ঘনিট হলেও এরূপ
দু'জন নারী-পুরুষ একত্রিত হবেন না ৷ সেখানে শয়তান এসে ধোকা দিতে
পারে হায়ঃ আমরা কি হিসাবের মানুষ! আমাদের ইমাম হযরত আবু
হানিফা রাহ, যার এক লক্ষ্য হাদীস মুখস্থ ছিল এবং ৪০ বছর ঈশার
নামাযের ওযু দিয়ে ফজরের নামায পড়েছেন ৷ অর্থাৎ না ঘুমিয়ে তিনি সারা
রাত আল্লাহ পাকের ইবাদতেই কাটাতেন ৷ ৬৩ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহ
আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন৷ তিনি বলেছেন, একটি নারী ও
আমি এক ঘরে থাকলে বলতে পারি না যে, আমি আমার নফসকে
শয়তানের ধোকা ও প্রতারণা থেকে বাঁচিয়ে রাখতে পারব কি-না? তাহলে
বলুন, আমাদের মত সাধারণ মানুষ নিজ নিজ নফসকে কিভাবে বিশ্বাস
করতে পারি ৷ [খাস পর্দা-১৮, কৃত : মরহুম সৈয়দ মুহাম্মদ ইসহাক রাহ, পীর সাহেব
চরমোনাই]
হাদীস : নবী কারীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী
বা পুরুষ আমার কাছে তার যবান ও লজ্জাস্থানের জামিন বা যিম্মাদার হবে,
আমি তার জন্যে জান্নাতের জামিনদার হয়ে যাবো (বুখারী, মিশকাত-
8১১) ! আল্লাহ্ আকবার! হে বান! তুমি কি চাও না, তোমার জন্যে
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিন হয়ে যান৷


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!