আমি কথিত আহলে হাদীস, সালাফি ও নামধারী মুসলিম দাবিধার লা-মাজহাবি ভাই দেরকে সুন্নত মানার দলিল দিচিছ । আপনারা আমাদেরকে হাদিস বা সহি হাদিস মানার এবং আঁকড়ে ধরার দলিল দেন দেখি ?
এ বিষয়ে একটি সুস্পষ্ট হাদিস পেশ করুন। (দয়া করে সুন্নাত মানার হাদিসকে, হাদিস মানার হাদিস হিসাবে চালিয়ে দিবেন না)
► ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّـﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَـٰﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ◄
নবীজী সা. উম্মতকে সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন ও মানতে বলেছেন এসম্পর্কীয় কয়েকটি হাদীস নিম্নে তুলে ধরা হলো:
১. ﺍﻟﻤﺘﻤﺴﻚ ﺑﺴﻨﺘﻰ ﻋﻨﺪ ﻓﺴﺎﺩ ﺍﻣﺘﻰ ﻓﻠﻪ ﺍﺟﺮ ﺷﻬﻴﺪ . ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻻﻭﺳﻂ ﺑﺮﻗﻢ :৫৪১৪
২. ﺗﺮﻛﺖ ﻓﻴﻜﻢ ﺍﻣﺮﻳﻦ ... ﻛﺘﺎﺏ ﺍﻟﻠﻪ ﻭﺳﻨﺔ ﺭﺳﻮﻟﻪ . ﺍﻟﻤﺆﻃﺎ ﻟﻤﺎﻟﻚ ﺑﺮﻗﻢ:৮৯৯
৩. ﻣﻦ ﺍﺣﻴﺎ ﺳﻨﺔ ﻣﻦ ﺳﻨﺘﻰ ﻗﺪ ﺍﻣﻴﺘﺖ ﺑﻌﺪﻯ ﻓﺎﻥ ﻟﻪ ﻣﻦ ﺍﻻﺟﺮﻣﺜﻞ ﺍﺟﻮﺭﻣﻦ ﻋﻤﻞ ﺑﻬﺎ .... ﺗﺮﻣﺬﻯ ﺑﺮﻗﻢ :২৬৭৭
৪. ﻣﻦ ﺍﺣﻴﺎ ﺳﻨﺘﻰ ﻓﻘﺪ ﺍﺣﺒﻨﻰ .... ﺗﺮﻣﺬﻯ ﺑﺮﻗﻢ :২৬৭৮
৫. ﻣﻦ ﺍﻛﻞ ﻃﻴﺒﺎ ﻭﻋﻤﻞ ﻓﻰ ﺳﻨﺔ ﻭﺍﻣﻦ ﺍﻟﻨﺎﺱ ﺑﻮﺍﺋﻘﻪ ﺩﺧﻞ ﺍﻟﺠﻨﺔ . ﺗﺮﻣﺬﻯ ﺑﺮﻗﻢ :২৫২০
৬. ﺗﻤﺴﻚ ﺑﺴﻨﺔ ﺧﻴﺮ ﻣﻦ ﺍﺣﺪﺍﺙ ﺑﺪﻋﺔ ... ﻣﺴﻨﺪ ﺍﺣﻤﺪ ৪/১০
৭. ﻣﺎ ﻣﻦ ﻧﺒﻲ ﺑﻌﺜﻪ ﺍﻟﻠﻪ ﻓﻰ ﺍﻣﺘﻪ ﻗﺒﻠﻰ ﺍﻻ ﻛﺎﻥ ﻟﻪ ﻓﻰ ﺍﻣﺘﻪ ﺣﻮﺍﺭﻳﻮﻥ ﻭﺍﺻﺤﺎﺏ ﻳﺄﺧﺬﻭﻥ ﺑﺴﻨﺘﻪ ... ﺍﻟﺼﺤﻴﺢ ﻟﻤﺴﻠﻢ ﺑﺮﻗﻢ :৮০
৮. ﻋﻠﻴﻜﻢ ﺑﺴﻨﺘﻰ ﻭﺳﻨﺔ ﺍﻟﺨﻠﻔﺎﺀ ﺍﻟﺮﺍﺷﺪﻳﻦ ﺍﻟﻤﻬﺪﻳﻴﻦ ﺗﻤﺴﻜﻮﺍﺑﻬﺎ ... ﺍﺑﻮﺩﺍﺅﺩ ﺑﺮﻗﻢ :৪৬০৭
৯. ﺳﺘﺔ ﻟﻌﻨﺘﻬﻢ ﻭ ﻟﻌﻨﻬﻢ ﺍﻟﻠﻪ ... ﻭ ﺍﻟﺘﺎﺭﻙ ﻟﺴﻨﺘﻰ . ﺗﺮﻣﺬﻯ ﺑﺮﻗﻢ:২১৫৪
১০. ﻓﻌﻠﻴﻜﻢ ﺑﻤﺎﻋﺮﻓﺘﻢ ﻣﻦ ﺳﻨﺘﻰ ﻭ ﺳﻨﺔ ﺍﻟﺨﻠﻔﺎﺀ ﺍﻟﺮﺍﺷﺪﻳﻦ ... ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ ﺑﺮﻗﻢ :৪৩
এই মুহূর্তে দশটি হাদীস উল্লেখ করা হলো যার সবকয়টির মধ্যে নবীজী সা. উম্মতকে সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন, সুন্নাহ অনুযায়ী আমল করতে বলেছেন এবং সুন্নাহ তরককারীর উপর লানত করেছেন। একটি হাদীসের মধ্যেও তিনি হাদীসকে আঁকড়ে ধরতে বলেননি। আহলে হাদীস ফেরকাকে সীমাহীন সময় দেওয়া হলো, তারা এমন একটি হাদীস পেশ করুক যেখানে নবীজী সা. উম্মতকে হাদীস আঁকড়ে ধরতে বলেছেন কিংবা হাদীস অনুযায়ী উম্মতকে চলতে বলেছেন। হ্যাঁ নবীজী সা. হাদীসকে রেওয়ায়েত করতে বলেছেন, অন্যের কাছে পৌঁছাতে বলেছেন, কিন্তু আঁকড়ে ধরতে বা আমল করতে বলেননি। আমল করার জন্য হাদীস অবশ্যই সুন্নাহ পর্যায়ে পৌঁছতে হবে।
যারা সুধু হাদীস বলে বলে গোমরাহ করে সুন্নাহ বলে নয় এবং যারা নিজেদেরকে আহলে হাদীস বললেও বাস্তবে তারা সব হাদীস মানে না তাদেকে বলছি ----------
https://www.facebook.com/askar.bd01/posts/
676106529155432
হাদীস আর সুন্নত দুইটা একই জিনিস...নাকি এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে....
https://www.facebook.com/photo.php?fbid=9
31060580326691&set=a.328442950
588460.70315.100002682744439&t
ype=3&theater
এক আহলে হাদীছের সাথে মুনাযারা : সুন্নতের সংজ্ঞা সম্পর্কে ।
https://www.facebook.com/photo.php?fbid=7
31616400271111&set=a.328442950
588460.70315.100002682744439&t
ype=3&theater
সহীহ হাদিস সরাসরি অনুসরন করা যাবে কিনা ?
https://www.facebook.com/photo.php?fbid=7
48929328539818&set=a.328442950
588460.70315.100002682744439&t
ype=3&theater
আহলে হাদীছের সাথে মুনাযারা : হাদীছের সংজ্ঞা সম্পর্কে-
https://www.facebook.com/photo.php?fbid=7
23209941111757&set=a.328442950
588460.70315.100002682744439&t
ype=3&theater
"হাদীস এবং সুন্নাহের মধ্যে পার্থক্য" (Difference between Hadith and Sunnah), by Maulana Lutfur Rahman Faraji-
https://www.youtube.com/watch?v=Iuon3RzG
XxE
১২৪৬ হিজরীর আগে পৃথিবীতে আহলে হাদীস নামে কোনো ফেরকা ছিল না। ‘আহলুল হাদীস’ তো মুহাদ্দিসীন তথা হাদীস বিশারদ ইমামদের উপাধি। বর্তমান আহলে হাদীস ফেরকা নিজেদেরকে আহলে হাদীস বলে এ কথার দাবি করছে যে, তারা সর্বক্ষেত্রে হাদীস মেনে চলে। অথচ হাদীসের কিতাবে কোথাও নবীজী সা. হাদীস মানতে বলেননি। নবীজী সা. যেখানেই নিজেকে মানতে ও অনুসরণ করতে বলেছেন সেখানেই সুন্নাহ শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ নবীজী সা. উম্মাতকে সুন্নাহ অনুসরণ করতে বলেছেন, সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন, হাদীস অনুসরণ করতে বলেননি কিংবা আঁকড়ে ধরতে বলেননি; বরং নবীজী সা. গোমরাহ ফেরকার কার্যক্রম বুঝাতে গিয়ে হাদীস শব্দ ব্যবহার করেছেন। কারণ গোমরাহ ফেরকা মানুষকে হাদীস বলে বলে গোমরাহ করবে, সুন্নাহ বলে নয়।
যেমন নবীজী সা. এক হাদীসে বলেন: ‘শেষ যমানায় অনেক প্রতারক ও মিথ্যুক লোকের আবির্ভাব হবে, তারা তোমাদের কাছে এমন হাদীস পেশ করবে যা তোমরাও শুননি, তোমাদের পূর্বপুরুষরাও শুনেনি। সাবধান! তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে।’ (সহীহ মুসলিম হা.নং ৭)
আল্লাহ্ পাক আমাদের সহিহ বুজ দান করুন এবং কুরআন ও সুন্নাহ অনুসারে আমল করার ও আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমীন
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!