১.প্রথমেই আসি, বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড়সেতু,বিশ্বের ১৩ তম দীর্ঘ যমুনা সেতুর কথা যা উত্তর বঙ্গবাসীকে স্বাগত জানাতে সদা প্রস্তুত। সেতুটি কালিহাতী থানায় অবস্থিত।এখানে বলে রাখা ভাল শুধু এই একটি সেতু বন্ধ করে দিলে সম্পুর্ন উত্তরবঙ্গ ঢাকা থেকে বিচ্ছিন্ন।তাই সাবধান।
২.বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল কলেজ বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ,কালিহাতীতে
৩. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ট্রাস্ট কুমুদিনী ট্রাস্ট এর অধীনে কুমুদিনী মেডিকেল কলেজ দেশের সব চেয়ে বড় বেসরকারি মহিলা মেডিকেল কলেজ।
৪.২০০৮সালে এসএসসি তে ঢাকা বোর্ডে ৮ম আর ২০০৯সালে ঢাকা বোর্ডে সরকারী /বেসরকারি মিলে ৫ম(এমনকি ঢাকা বোর্ডে সরকারী স্কুলের মধ্যে ১ম) স্থান অর্জন কারী বিন্দুবাসিনী স্কুলের অবস্থান এই টাংগাইলে।
৫.৭১ পরবর্তী বাংলাদেশের প্রথম সরকারী কলেজ যাহা মাওলানা হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধুর সংস্পশে হয়েছে,সরকারি এমএমআলী_কলেজ এই টাঙ্গাইলে।
৬.আপনার জেলার ঠিক কতজন ছেলে মেয়ে টাংগাইলে কোচিং করতে আসছে, বা টাংগাইলের কোচিং সেন্টারে পড়ছে তা একটুকষ্ট করে খবর নিয়ে জানবেন।
৭.জমিদারীপ্রথা নাই।রয়ে গেছে তাদের চিহ্ন। দেশের ২য় (১মপুঠিয়া জমিদারবাড়ি, মানিকগঞ্জ) বৃহত্তম জমিদার বাড়ি মহেড়া জমিদার বাড়ি, ধনবাড়ী জমিদার বাড়ী, হেমনগর রাজবাড়ী।
৮. মাওলানা ভাসানী এর নাম নিশ্চই শুনেছেন।একদিন আসেন না সময় করে তার কবর টা জিয়ারত করে যাবেন।সেইসাথে ভাসানীরনামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাও ঘুরে দেখে গেলেন। ওহভালো কথা- বাংলাদেশ আওয়ামীলীগ( তখন ছিল আওয়ামী মুসলিম লীগ, শেখ মুজীব ও মাওলানা ভাসানীর উপস্থিতিতে) এর প্রতিষ্ঠার জায়গাটা ও দেখবেন আরকি।
৯.বাংলাদেশের ৪র্থ বৃহত্তম সেনানিবাস
ঘাটাইল সেনানিবাস । বেহোলা-লক্ষিনন্দরের ইতিহাস খ্যাত জায়গা। তার পরও আবার কালিহাতী থানায় যমুনা সেতুর উওর দিকে দুই দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভদন করে যায় একটা বঙ্গবন্ধু সেনানিবাস । এটা ৫ম তম তাও কালিহাতী থানায়(ঢাকা>কুমিল্লা>বগুড়া>ঘাটাইল> কালিহাতী)
১০.বিভাগীয় শহর আর কক্সবাজার ছাড়া আর কোন জেলায় থ্রি স্টার হোটেল আছে কিনা জানি না।সে জায়গায় টাঙ্গাইলেই আছে ২টি।
এলেঙ্গা রিসোর্ট আর যমুনা রিসোর্ট ।
আরএকটি রিসোর্ট আছে টাঙ্গাইলে, রয়াল রিসোর্ট ,ধনবাড়ি।
১১. কখনো যদি সুযোগ পান তাহলে জুয়েল আইচকে একটু জিজ্ঞাসা করবেন যে যাদুশিল্পে তার অনুকরণীয় আদর্শকে??তিনি সব সময় যে উত্তর দেন তা হচ্ছে
পিসি সরকার । বাড়ি টাঙ্গাইলের আশিকপুরে।
১২.আজকাল পাখি ড্রেস আর মাজাক্কালি ড্রেস এরযুগে তো আপুরা শাড়ি পড়া টা ভুলেই গেছে। কিন্তু টাঙ্গাইলের শাড়ি এখনো আছে স্বগর্বে।একটা কথা যুক্ত করতে চাচ্ছি- বলিউডের দেবদাস মুভিতে দোলা রে দোলারে গানটা তে যে সাইড শিল্পীরা নেচে ছিল শাড়ি পড়ে সেইশাড়ি গুলো টাঙ্গাইল থেকেই সাপ্লাই করা হয়। (সুত্র:টকশো- লালগোলাপ, বিশ্বাস নাও করতে পারেন তাই সুত্রদিয়ে দিলাম)
১৩.পিনসিপাল্স ইব্রাহিম খাঁ ভূয়াপুর, টাংগাইল
১৪. দেশের ১২ টি ক্যাডেট কলেজের মধ্যে বেস্ট কোনটা? আপনার পরিচিত কেউ যদি ক্যাডেটে পড়ে থাকে তাকেই জিজ্ঞাসা করুন। হয়তো উত্তর দিবে মির্জাপুর ক্যাডেট কলেজ।
১৫.আর মুক্তিযুদ্ধের কথা বলবেন??? বঙ্গবীরকাদের সিদ্দীকির নেতৃত্বে কাদেরিয়া বাহিনীর একটু খোজ নিয়ে দেখবেন।
১৬.১০টাকায় আতিয়া মসজিদ, রাষ্ট্রপতি আবু সাইদচৌধুরী আরো অনেক বড় বড় রাজনৈতিক নেতার বাড়ী টাঙ্গাইলে।
১৭.টাঙ্গাইলের চমচম খাওয়ার আমন্ত্রণ রইলো ভাইয়ারা। আর মনে হয় না কোন জেলার সাথে তুলনায় যাওয়ার দরকার আছে? পোড়াবাড়ির চমচম এর খবর কারো অজানানয় !
১৮. বিশ্বের সবচেয়ে বড় ২০১ গম্বুজ মসজিদ ও সবচেয়ে উঁচুমিনার তৈরীকরা করা হচ্ছে গোপালপুরে
১৯. আছে পৃথিবী বিখ্যাত মধুপুরের শালগড় মধুপুরে মিষ্টি আনারস মধুপুরের কাকরাইদে আছে বাংলাদের ২য় সব বৃহত্তম বিএডিসি ফার্ম মধুপুরে বৃহত্তম দৃষ্টিনন্দন রাবার বাগান ওরাবার শিল্প #রয়েছে মধুপুরের জাতীয় উদ্যান, টাঙ্গাইল আমাদের গর্ব.......আশা করি বিভ্রান্ত হবেন না।বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারেন।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!