দ্বীনের প্রত্যেকটি হক্ব জামাতের মেহনতে ওলামা হযরতগণের যথেষ্ট রাহাবারি থাকা প্রয়োজন। বিজ্ঞ ওলামাদের অনপুস্থিতে হক্ব জামাতগুলোর বিপথগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সাধারণ মুসলমানরা দ্বীনের কাজ করতে গেলে অনেক ভুল ত্রুটি হতে পারে বরং হওয়াটাই স্বাভাবিক। ওলামা হযরতগণ অত্যন্ত বিচক্ষণতার সাথে ভুল গুলো সংশোধন করে দেওয়া ও সাধারণ মুসলমানদেন আপন করে নেওয়াই দ্বীনের জন্য কল্যানকর।
এমন যেন না হয় সাধারণ মুসলমানদের আচরনে কষ্ট পেয়ে তাদের থেকে ওলামা হযরতগণ মুখ ফিরিয়ে নিবেন। এতে উম্মত দিশেহারা হওয়ার সম্ভাবনা বেশি।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!