আগত মুক্তাদি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে নামাযে শরিক হবে। অতপর আবার তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে তাকবীরে তাহরীমার পর হাত বাঁধবে না এবং সানাও পড়বে না। মুসান্নাফে ইবনে আবী শাইবা , হাদীস ২৫২৮ ; ফাতাওয়ায়ে খানিয়া
১/৮৮ ; আদ্দুররুল মুখতার ১/৪৮৭ ; শরহুল মুনয়াহ
৩০১৷
Thursday, March 30, 2017
সম্পর্কিত আরও পড়ুন
নামাজে মনোযোগী হবার একটি পদ্ধতিঃআমরা যখন নামাজে ÷
আসুন শরিয়তের দৃষ্টিতে নারী ও পুরুষের নামাজের পার্থক্য জেনে নেই।নারী পুরুষের শারীরিক গঠন, সক্ষমতা, নিরাপত্তা ইত্যাদী নানা বিষয়ে যেমন পার্থক্য রয়েছে, তেমনি পার্থক
লা মাযহাবিদের প্রশ্ন নামাযে মহিলাদের বুকের উপর হাত বাঁধার দলীল কী?প্রথমে একটি কথা ÷
জামাআতের নামাযে মুকতাদী ইমামের পিছনে সুরা ফাতিহা বা অন্য কোন সূরা পড়বে না।কুরআন মাজীদ ও হাদীস শরীফ থেকে স্পষ্ট বোঝা যায় যে, জামাআতের নামাযে মুকতাদী ইমামের পিছনে সুরা ফাতিহা
আহকাম ও আরকান মিলিয়ে নামাজের ফরজ মোট ১৩টিআহকাম ও আরকান মিø
নারী পুরুষের নামায আদায়ের পদ্ধতি কখনই এক নয়।নিশ্চয়ই কিছু পার্থক্য রয়েছে। এর অনেক প্রমাণই আছে। আমি শুধু বুখারী শরীফ থেকে একটি প্রমাণ পেশ করবো।হা
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!