আগত মুক্তাদি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে নামাযে শরিক হবে। অতপর আবার তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে তাকবীরে তাহরীমার পর হাত বাঁধবে না এবং সানাও পড়বে না। মুসান্নাফে ইবনে আবী শাইবা , হাদীস ২৫২৮ ; ফাতাওয়ায়ে খানিয়া
১/৮৮ ; আদ্দুররুল মুখতার ১/৪৮৭ ; শরহুল মুনয়াহ
৩০১৷
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!