Thursday, December 26, 2019

মিজানুর রহমান আজহারী ডক্টর নয় মিশরে জামিয়াতুল আযহারে শুধু অনার্স করেছে ডক্টরেট করেনি


ডক্টর নুরুল আবসার আজহারী হাফি.(সিনিয়র উস্তাদ দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা)

মিজানুর রহমান সাহেবের নামের শুরুতে ডক্টর আর শেষে আজহারী উপাধী দেখে  বন্ধুবর Rashid Ahmad Qasemi,(এই বছর দারুল উলুম হাটহাজারীর উলুমুল হাদিস ১ম বর্ষের আমিরের দায়িত্বে ছিলেন)উনি বলেন আমি মনে মনে চিন্তা করলাম, তার সম্পর্কে আমি না জানলেও, আমার উস্তাদ, মিশর জামিয়াতুল আযহার থেকে সদ্য ডক্টরেট করে আসা ডক্টর নুরুল আবসার সাহেব অবশ্যই তার সম্পর্কে জানবেন।
.
কারণ তিনি সেখানে প্রায় ১৬ বছর পড়াশোনা করেছেন,
চিন্তানুযায়ী, কিছুদিন আগে "মুকাদ্দিমায়ে ইবনে সালাহ" কিতাবের দরসের পর ডক্টর সাহেবকে আরবীভাষা সাহিত্য বিভাগের দিকে এগিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করলাম,
.
হযরত! ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে চিনেন?
সাথে সাথে বললেন, চিনি, সে তো জামাতে ইসলামী'র লোক, আর সে ডক্টর তোমাকে কে বলল? সে তো মিশরে জামিয়াতুল আযহারে শুধু অনার্স করেছে, ডক্টরেট করেনি, আর জামিয়াতুল আযহারে অনার্স করাটা বাল্য শিক্ষার মত৷
.
এরপর বললাম, হযরত! উনি তো বয়ানের ফাকে ফাকে বলেন, তিনি নাকি বিশ্বের অনেক বড় বড় প্রেসিডেন্ট, মন্ত্রী যেমন: বারাক ওবামা, হিলারী ক্লিন্টন সহ অনেক নেতাদের কন্ফারেন্সে এটেন করেছেন! এটা কি সঠিক!?
.
ডক্টর সাহেব বললেন, আরে এটা কি খুব কঠিন কাজ? তুমি যদি মিশরে জামিয়াতুল আযহারে পড়তে আর চাইতে তাহলে তুমি আরো বেশী পারতে!
.
দেখো, মিশরে যখন বারাক ওবামা আসল, তখন প্রত্যেক দেশের ছাত্রদের থেকে একজন করে প্রতিনিধি হিসাবে ডাকা হল, সবাই আমাকে খুব চাপ দিচ্ছিল যেন আমি এটেন করি, কিন্তু এই সমস্ত ফালতু কাজ করার সময় আমার আছে নাকি?
.
সে যখন ঐ অনুষ্ঠানে যোগদান করার জন্য দৌড়াদৌড়ি করছিল, আমি তখন বর্তমান বিশ্বের অন্যতম মুহাদ্দিস, ইমামুল জারহি ওয়াত-তা'দীল, ডক্টর আহমদ মা'বাদ আব্দুল কারীম হাফিযাহুল্লাহ সহ মিশরের জামিয়াতুল আযহারের অন্যান্য মুহাদ্দিস ও ডক্টরগণের কাছে আমার ডক্টরেটের রিসালা,
.
قرائــن الترجــیـح أو الجمــع
عنـد الإمامين أبي حاتم وأبي زرعة الرازيين
في الروايات المختلف فيها في كتاب "علل الحديث"
.
এই রিসালা নিয়েই ব্যস্ত, ঐ রকম ভংচং করে সময় নষ্ট করার সুযোগ কি আমার ছিল? তাই ঐ সমস্ত অনুষ্ঠানে সবাই বলা সত্ত্বেও আমি এটেন করিনি৷
.
#ডক্টর_সাহেবের_কাছে_তার_ব্যপারে_আসল_রহস্যটা_জানার_পর_বুঝতে_পারলাম, মিজানুর রহমান আজহারী সাহেব একজন মাকাল ফল সাদৃশ্য লোক! খালি কলস বাজে বেশী, ভংচং করে জামিয়াতুল আজহারে দিন গুলো শেষ করে দেশে এসে ওয়াজের মঞ্চে কথায় কথায় বলেন, আমি মিশরে এই করেছি সেই করেছি, অমুক কন্ফারেন্সে গিয়েছি, আরো কত কি!!!
তিনি ব্যক্তিগতভাবে যেই হোননা কেন সত্য তো সত্যই৷
.
হয়ত তার মধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন, তবে إثمه أكبر من نفعه তার থেকে উপকৃত হওয়া থেকে ক্ষতির আশংকাটাই প্রবল৷
.
আল্লাহ তাআলা তার খারাবী গুলো থেকে উম্মতকে হেফাযত করুন, তাকে সঠিক বুঝ দান করুন, আমীন৷
(সংগহীত)

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!