Thursday, May 30, 2019

ঝগড়ার আগে এবং পরে করনীয় কাজ গুলো জেনে নিন!

ঝগড়ার আগে এবং পরে করনীয় কাজ গুলো জেনে নিন!
১।অতিরিক্ত রাগ বেড়ে গেলে তখন এক গ্লাস পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করুন।

 ২।যে কারনে ঝগড়া হচ্ছে সে কারনটাকে উপরে ফেলে দিন।একেবারেই বাদ দিয়ে ভালো ভাবে কথা বলার চেষ্টা করুন

 ৩।ঝগড়ার আগে বুঝে শুনে কথা বলুন।কারন কথা এমন জিনিস যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে বদলানো যায় না।তাই এমন কোনো কথা বলবেন না যাতে মানুষটা কষ্ট পায়।

৪।ঝগড়ার সময় দুর্বল জায়গা গুলো কোনো ভাবেই কাজে লাগানোর চেষ্টা করবেন না।আপনি জানেন আপনার প্রিয়জনের দুর্বল জায়গা কোনটা আর সে সেই ব্যাপারে শুনলে কিভাবে রিয়েক্ট করবে।তাই ভুলেও এই কাজ করবেন না।

৫।বাবা মা তুলে গালাগালি তো ভুলেও দেয়া যাবে না।সবার বাবা মা কেই রেসপেক্ট করা উচিত, আপনি গালি দিবেন সে নিশ্চই চুপ করে থাকবে না।তাই অন্তত নিজের বাবা মায়ের কথা চিন্তা করে হলেও এমন গালাগালি থেকে বিরত থাকুন।

 ৬।যতই ঝগড়া হোক কখনো কথা বলা বন্ধ করে দেবেন না।এতে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যাবে।

 ৭।ঝগড়া আপনি করুন বা সে ঝগড়া পরে নিজে থেকে আগে কথা বলুন। ৮।ঝগড়ার পরে নিজের ভুল গুলো খুঁজে বের করুন।নিজের ভুল গুলো হয়তো আপনার চোখে একটু কমই ধরা পরে কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন দোষটা কি আপনারই ছিল কিনা।

 ৮।ভুল বুঝতে পারলে সাথে সাথে সরি বলুন কারন আপনি নিজে থেকে ভুল বুঝে সরি বললে সে এমনিতেই আপনাকে ক্ষমা করে দেবে।

 ৯।ঝগড়ার পরে ইগোকে অবশ্যই বর্জন করুন।কারন ইগো সম্পর্কে ঢুকলে ঘুন পোকার মতো সব নষ্ট দেয়।

১০।সব শেষে প্রিয়জনকে ভালোবাসুন তার পাশে থাকুন

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!